নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর স্টপ স্টার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কমলা খাতুন (৬৫) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।
আজ বুধবার (২০ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে কমলা খাতুনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম জানান, গাজীপুর থেকে কমলা খাতুনকে ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। আজ ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধী অবস্থায় মারা যান কমলা খাতুন।
উল্লেখ্য, গত বুধবার গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাদের সকলের অবস্থাই আশঙ্কাজনক বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।
এ ঘটনায় গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান মোল্লা (৪৫) নামে একজনের মৃত্যু হয়। পরেরদিন শনিবার মারা যান মনসুর (৩২) নামের আরও এক ব্যাক্তি। রোববার আরিফুল ইসলাম (৩৫), মহিদুল (২৪), নার্গিস খাতুন (২৫), জহিরুল ইসলাম (৪০) এবং মোতালেব (৪৫) এর মৃত্যু হয়। সোমবার ভোরে মারা যান সোলায়মান (৯), রাব্বি (১৩) ও তাওহীদ (৭) নামের তিন শিশু। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) ও রাত সাড়ে ৯টায় মশিউর রহমান (২২) মারা যান।
Leave a Reply