বিনোদন ডেস্ক
২০১৯ সালে করণ জোহর প্রযোজিত ‘গুড নিউজ’ ছবিতে হাসির মোড়কে সামাজিক বার্তা দেয়ার চেষ্টা করেছিলেন পরিচালক রাজ মেহতা। ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, কারিনা কাপূর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণী।
স্থানীয় সময় গতকাল সোমবার এই ছবিকে ‘ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে ঘোষণা করলেন নির্মাতারা। খুব শিগগিরই আসতে চলেছে ছবির সিক্যুয়েল। তবে এবারে সিনেমাটিতে জুটি বাঁধছেন ভিকি কৌশল ও তৃপ্তি ডিমরি। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
পত্রিকাটি জানায়, ‘গুড নিউজ’ সিনেমার সিক্যুয়াল আসছে ‘ব্যাড নিউজ” নামে।
‘গুড নিউজ’-এ ছিলেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী তথা অভিনেতা দিলজিৎ। এ বার থাকছেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী অমরিন্দরপাল ভির্ক ওরফে অ্যামি ভির্ক। ছবিটি পরিচালনা করবেন আনন্দ তিওয়ারি।
‘গুড নিউজ’ ছবিতে একই পদবি বিশিষ্ট এক জোড়া দম্পতির আইভিএফ পদ্ধতিতে সন্তান পরিকল্পনা করতে গিয়ে কী জটিলতা সৃষ্টি হয়, তা নিয়েই হাস্যরস উপস্থাপিত হয়েছিল বড় পর্দায়। তবে এবার সেই সূত্র ধরেই গল্প এগোবে কি না, তার উত্তর নির্মাতারা আপাতত আড়ালেই রেখেছেন।
ভিকি কৌশল বলিউডের প্রথম সারির অভিনেতা। অন্যদিকে ‘অ্যানিম্যাল’ ছবির দৌলতে তৃপ্তি এখন চর্চায় রয়েছেন। পর্দায় তাদের সমীকরণ কতটা জমে ওঠে, তা জানার অপেক্ষায় দর্শকরা। অন্যদিকে, অ্যামি তাদের সঙ্গে মিলে দর্শকদের চমকে দিতেও পারেন বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। গত বছর ক্রোয়েশিয়ায় তোলা ভিকি-তৃপ্তির কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়। অনেকেই মনে করছেন, ‘ব্যাড নিউজ’-এর কোনও বিশেষ অংশের শুটিংয়ের ছবি সেগুলি।
এই মুহূর্তে কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ৩’ ছবির শুটিং শুরু করেছেন তৃপ্তি। অন্যদিকে, ‘ছাওয়া’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন ভিকি। নির্মাতারা জানিয়েছেন ‘ব্যাড নিউজ’ আগামী জুলাই মাসে মুক্তি পাবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply