আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ছোট শহরসহ পোর্ট সিটিতে হুতিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১৪ জন।
দেশটিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের একজন মুখপাত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
হুতি পরিচালিত টেলিভিশন আল মাসিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের হোদেইদা এবং রাসইসা বন্দরে ১৭বার বিমান হামলা চালানো হয়েছে।
এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় ইসরাইলি হামলার বিরোধিতা করে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লোহিত সাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ওই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলায় এই প্রথম ইয়েমেনে বেসামরিক নাগরিক প্রাণ হারালেন।
এবার হুতিদের লক্ষ্য করে হামলাটি এমন এক সময় চালানো হলো যখন পবিত্র রমজান মাস শুরু হয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply