আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সব ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে জড়িত না। যারা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষকে কষ্ট দেয়, তারা দেশদ্রোহী। তাদের বিপক্ষে আমরা সবসময় সোচ্চার।
রোববার (৩ মার্চ) রাজধানীর মৌচাক চৌরাস্তা মোড়ে মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ফারুক ইকবালের ৫৩তম মৃত্যু বার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করা দরকার। যারা পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা লাভ করে তারা দেশবিরোধী ও দেশদ্রোহী। এদেরকে আইনের আওতায় এনে বিচার করার মাধ্যমে দেশের মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য আওয়ামী লীগ ও সরকার তার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার আন্তরিকভাবে দ্রব্যমূল্য কমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে আন্তরিকতার কোনো অভাব নেই। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জিনিসপত্রের দামও বৃদ্ধি পেয়েছে। দেশের মানুষ কষ্টে আছে এটি আমরা স্বীকার করে নিয়েই দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছি। যারা মানুষের দুঃখ কষ্টকে নিয়ে রাজনীতি করে মানুষকে বিপদগামী করতে চায় তাদের হাত থেকেও দেশের মানুষ মুক্তি পেতে চায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিএনপির অভিযোগের বিষয়ে নাছিম বলেন, বিএনপি-জামায়াত ফৌজদারি অপরাধ করায় পুলিশ দেখলে ভয় পায়। এটা খুব স্বাভাবিক বিষয়। তাদের নেতারা আবার বড় বড় কথা বলেন, তারা বলেন পুলিশ ছাড়া আসলে নাকি আওয়ামী লীগকে দেখিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু বিএনপি নেতাদের এক ধরনের ফোবিয়ায় পরিণত হয়েছে। তারা পুলিশকে ভয় পায় বলে বারবার পুলিশের উপর দোষ চাপায়। যারা অপরাধী তারাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ এখন আর বিএনপি জামায়াতকে পছন্দ করেনা। এর জন্য তাদের আন্দোলন সফল হয়নি, বারবার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ভার তারা দেশের জনগণ ও আওয়ামী লীগের উপর চাপাতে চায়। এজন্য যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। এদের সঙ্গে নিয়ে দেশবিরোধী রাজনীতি করে। দেশের মানুষ এদের আর আশ্রয় ও সমর্থন দেবেনা। এই কারণে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হচ্ছেন।
বিএনপির আন্দোলন নিয়ে নাছিম বলেন, বিএনপি আন্দোলনে ডাক দেয় কিন্তু রাজপথে নামে না। বিএনপি নেতারা আরাম-আয়েশে সময় কাটান। আর কর্মীরা নেতাদের বিশ্বাস করে না, আবার নেতারা তাদের কর্মীদেরও বিশ্বাস করে না। এটাই আমরা বারবার দেখেছি। তাদের অপরাজনীতি এখন দেশের মানুষের কাছে পরিষ্কার।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply