সংগীতশিল্পী মিলন বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। মিলনের স্ত্রীর নাম মেহেরিমা দীপ্তি। ফেসবুক পোস্ট নিজের বিয়ের খবরটি জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বিয়ের খবর জানিয়ে ফেসবুকে পোস্টে মিলন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহেরিমা দীপ্তি আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করলাম।
সবার কাছে দোয়া চেয়ে এই গায়ক লেখেন, ‘সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
এক যুগ আগে মিশ্র অ্যালবাম ‘মনের ঠিকানা’য় ‘সখী ভালোবাসা কারে কয়’ শিরোনামের গান গেয়েছিলেন তরুণ গায়ক মুহাম্মদ মিলন। ইমরানের সুর ও সংগীতে তৈরি গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে।
এরপর ‘তুমি ছাড়া’, ‘একটু একটু করে’, ‘চুপিচুপি’, ‘লক্ষ্মীসোনা’, ‘জানে জিগার’, ‘মনের দুঃখ’, ‘প্রেমরোগ’, ‘কত যে ভালোবাসি’, ‘বাঁচব বলো কীভাবে’, ‘পাই না তোকে’, ‘ডানাকাটা পরী’সহ বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিলন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply