বিপিএলের দশম আসরের শিরোপা নিজেদের করে নিতে মাঠে নামছে লিটন দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তামিম ইকবালের ফরচুন বরিশাল। এ ম্যাচে কুমিল্লা খেলবে পঞ্চম শিরোপার লক্ষ্যে আর ফরচুন বরিশালের চোখ প্রথম শিরোপায়। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুরকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে তামিম ইকবালের বরিশাল।
শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে মেগা ফাইনালে টস ভাগ্যে জয় লাভ করেছেন তামিম ইকবাল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক।
বিপিএলে এখন পর্যন্ত চারবার ফাইনালে উঠে কখনোই হারেনি কুমিল্লা। আর তিনবার ফাইনাল খেললেও বরিশাল বিভাগে কখনো যায়নি বিপিএলের ট্রফি। ভাগ্যের চাকা ঘুরে নিজেদের না পারার ইতিহাস পাল্টাতে পারবে কি বরিশাল?
সব ছাপিয়ে একটাই প্রশ্ন, কুমিল্লার পঞ্চম শিরোপা নাকি বরিশালের প্রথম? উত্তরটা মিলবে ম্যাচ শেষেই।
সর্বশেষ খেলার আপডেট ১৫ওভার ১ বলে কুমিল্লা ৫ উইকেট হারিয়ে করেছে ১০০ রান
ফরচুন বরিশাল
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), কাইল মায়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও জেমস ফুলার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, জনসন চালর্স, জাকের আলী (উইকেটকিপার), মঈন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রোহানতদৌল্লাহ বর্ষণ, মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply