দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
চীন ফেডারেশন অফ লিটারারি অ্যান্ড আর্ট সার্কেল আয়োজিত ১৩তম চীন আন্তর্জাতিক লোকশিল্প উৎসব গত (বৃহস্পতিবার) রাতে চীনের কুয়াংতোং প্রদেশের ফোশান শহরে শুরু হয়। ৫টি মহাদেশের ১৩টি দেশের শিল্প দল ও চীনা আর্ট ট্রুপের মোট ৫০০ জনেরও বেশি শিল্পী একসঙ্গে চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করেছে।
উৎসবটি ক্যান্টোনিস অপেরা ও ঐতিহ্যবাহী নাচে শুরু হয়। পরে নিউজিল্যান্ডের মাওরি হাকা, যুক্তরাষ্ট্রের পশ্চিমা নৃত্য, জর্জিয়ান লোকনৃত্যসহ ১৩টি দেশের শিল্পীরা বিভিন্ন দিক থেকে বিশ্ব সভ্যতার সমৃদ্ধি ও বৈচিত্র্য প্রদর্শন করে।
এবারের লোকশিল্প উৎসবের প্রতিপাদ্য হল ‘পাহাড় ও সমুদ্র অতিক্রম, একসঙ্গে ভবিষ্যতকে স্বাগতম’। উৎসব চলাকালে শোভাযাত্রা, তৃণমূল পর্যায়ের সাংস্কৃতিক গ্রুপের ট্যুর, দেশি-বিদেশি শিল্পীদের উৎসব ইত্যাদি কার্যক্রম আয়োজন করা হবে। বিভিন্ন দেশের শিল্প দলগুলো তোংকুয়ান, চুহাই, শেনচেন ইত্যাদি শহরে ভ্রমণ করবে, চমৎকার পরিবেশনার মাধ্যমে একে অপরের কাছ থেকে শিখবে এবং চীন ও বিদেশি সাংস্কৃতিক বিনিময় ও মানুষের মধ্যে বন্ধুত্বের সেতু তৈরি করবে।
সূত্র:তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply