দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি গাড়িই পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে থাকা বাসে আগুন দেওয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী বলেন, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে দুটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে গেছে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে ফিরে আসে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply