দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিচার এবং সাজা ন্যায্য বা ন্যায়সঙ্গত নয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণার পর সোমবার (১৭ নভেম্বর) সংস্থার ওয়েবসাইটে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য জানানো হয়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের সময় সংঘটিত গুরুতর লঙ্ঘন এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের অবশ্যই তদন্ত এবং ন্যায্যতার মাধ্যমে বিচার করা উচিত। তবে, এই বিচার এবং সাজা ন্যায্য বা ন্যায়সঙ্গত নয়। ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার এবং জবাবদিহিতা প্রয়োজন, তবুও মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে। এটি চূড়ান্ত নিষ্ঠুর, অবমাননাকর এবং অমানবিক শাস্তি। কোনো বিচার প্রক্রিয়ায় এর কোনো স্থান নেই।
বিবৃতিতে অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণ করে এমন স্বাধীন এবং নিরপেক্ষ বিচার পরিচালনা করা হোক। এর পরিবর্তে এই বিচার এমন একটি আদালতে পরিচালিত হয়েছে যার স্বাধীনতার অভাব এবং অন্যায্য বিচারের ইতিহাসের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply