মুন্সিগঞ্জ প্রতিনিধি:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার মধ্য দিয়ে, নির্মম জুলাই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন,ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, আবিদুল ইসলাম খাঁন।
তিনি বলেন,ট্রাইব্যুনালের রায় ঘোষণার সময় তাঁর চোখের সামনে ভেসে উঠছিল শহীদ বন্ধু ও সহযোদ্ধাদের শেষ মুহূর্তের স্মৃতি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের মিরকাদিমে, শহীদ ছাত্রদলনেতা মানিক মিয়া শাহরিক চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আবিদুল ইসলাম বলেন, রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বিলিয়ে দেওয়া জুলাই শহীদদের তরুণ প্রজন্ম যুগ যুগ ধরে মনে রাখবে। সেই স্পৃহা নিয়েই সামনে এগিয়ে যাবে আগামীর প্রজন্ম।
এছাড়া, আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে
ফলে যতই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করুক দেশের সাধারণ মানুষ, তাদের আর রাজনৈতিক উত্থানের সুযোগ সৃষ্টি হতে দিবেনা।
এছাড়া আ:লীগ বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলেও দেশের জনগণ তা প্রত্যাখ্যান করবে।
পাশাপাশি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লক্ষে বেশ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply