লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে বিয়ার, দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গতকাল (৫ নভেম্বর) বুধবার রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা সেতু উত্তর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ বোতল বিয়ার, ৪ বোতল দেশি মদ এবং ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৫১ হাজার টাকা।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় মাদক ব্যবসায়ী মোঃ মৃদুল (২৩), পিতা রেজাউল হোসেন কবিরাজ, সাং খরিয়া, থানা পদ্মা সেতু উত্তর, জেলা মুন্সীগঞ্জ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার লক্ষ্যে উদ্ধারকৃত মাদক পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধি যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নের অংশ হিসেবে র্যাব-১০ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
সংস্থাটি আরও জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা যায়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply