লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
পদ্মাসেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী লেনে দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সের চালক। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে ঘটে এ দুর্ঘটনা।
দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটির নম্বর ঢাকা মেট্রো ছ-৭১-৪৬০৩, যা বাগেরহাট থেকে রোগী নিয়ে ঢাকামুখী আসছিল। পদ্মাসেতুর ঢালে পৌঁছালে এটি সামনে থাকা ট্রাক (ঢাকা মেট্রো ট-১১-৭৬৯২)-এর পেছনে জোরে আঘাত হানে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে চালক ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
আহত চালকের নাম আশিক কুমার বিশ্বাস (৩১) পিতা মৃত গোবিন্দ কুমার মালো। বাড়ি—মুনিগঞ্জ মালোপাড়া রোড, বাগেরহাট সদর।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে আশিককে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।
দুর্ঘটনার পর ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply