চিত্রনায়িকা পরী মণির বিরুদ্ধে এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২ এপ্রিল, পরী মণির বাসায়।
এ ঘটনায় মারধরের শিকার পিংকি আক্তার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম এই ঘটনার তদন্ত শুরু করার কথা নিশ্চিত করেছেন।
গৃহকর্মী পিংকি আক্তার অভিযোগ করেন, তিনি পরী মণির এক বছর বয়সী মেয়ে শিশুর দেখাশোনা এবং খাবার খাওয়ানোর দায়িত্বে ছিলেন।

পিংকি আক্তার জানায়, ঘটনার দিন শিশুটি কান্না শুরু করলে, পরী মণির পরিচিত সৌরভ, যিনি মাঝেমধ্যে পরীর বাসায় আসেন, তাকে বলেন, শিশুটিকে সলিড খাবারের পরিবর্তে দুধ দেওয়া উচিত। পিংকি আক্তার তখন সৌরভকে জানান, শিশু কিছুক্ষণ আগে সলিড খাবার খেয়েছে এবং দুধ খাওয়ানো এখনো বাকি ছিল। এসময় পরী মণি মেকআপ রুম থেকে বের হয়ে পিংকিকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং শিশুর দুধ খাওয়ানোর ব্যাপারে তাকে তীব্র প্রতিবাদ জানান।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply